
রবিবার ২৫ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: অক্ষয় কুমারের সঙ্গে সম্ভবত ফের এক ফ্রেমে দেখা যেতে পারে জনকে! একের পর এক জনপ্রিয় কমেডি ছবি উপহার দিয়েছেন এই দুই তারকা—‘গরম মসালা’, ‘দেশি বয়জ’, ‘হাউসফুল ২’—তবুও দীর্ঘদিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। অবশেষে, জন নিজেই ইঙ্গিত দিলেন তাঁদের রিইউনিয়নের!
‘
এক সাক্ষাৎকারে জন স্পষ্ট জানিয়েছেন—অক্ষয়ের সঙ্গে ফের কাজ করার দারুণ ইচ্ছা রয়েছে তাঁর। তাঁর কথায়,“আমি মাঝে মাঝে অক্ষয়ের সঙ্গে কথা বলি। তবে রোহিত ধাওয়ানের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, ও শুধু পরিচালক নয়, আমার ছোট ভাইয়ের মতো। 'দেশি বয়জ' আর 'ঢিশুম' দুটো ছবিই ওর সঙ্গে করেছি, আর আমরা নিয়মিত যোগাযোগ রাখি।” আর তারপরেই এল সেই বিস্ফোরক স্বীকারোক্তি— “হ্যাঁ, আমরা খুব উত্তেজিত ‘গরম মসালা ২’ বা ‘দেশি বয়জ ২’—বা দুটোই—নিয়ে কিছু করার জন্য। এগুলো করলে ভীষণ মজা হবে। আমি তো বলব, অক্ষয়ের সঙ্গে কাজ করা মানেই ছুটিতে যাওয়ার মতো! ও অসাধারণ মানুষ, আর আমরা একসঙ্গে থাকলে সবসময় দুর্দান্ত সময় কাটে। এই ছবি দু’টো হলে আমি সবচেয়ে খুশি হব। আমি কমেডি খুব ভালবাসি—থিয়েটারে ঢুকে দর্শক যেন হেসে গড়িয়ে পড়ে, এর থেকে ভাল আর কী হতে পারে!”
সাক্ষাৎকারে জন আরও জানান, অক্ষয় ‘সবথেকে নিয়মানুবর্তিতা অভিনেতা’ ট্যাগটা পেয়েছে ঠিকই, কিন্তু তাঁর মতে তিনিও কম যান না। “অক্ষয়ের সঙ্গে আমি সময় কাটাতে খুবই পছন্দ করি, একদম ‘বয় থিং’! আমরা দুজনেই ভোরবেলা উঠি, রাতে তাড়াতাড়ি ঘুমোই—হ্যাঁ, ও ডিসিপ্লিনড ঠিকই, কিন্তু আমি সম্ভবত একটু বেশি। তবে এই মুকুটটা ওর কাছেই থাক।”
এখনও পর্যন্ত ‘গরম মসলা’, ‘দেশি বয়েজ’-এর কোনও সিক্যুয়েল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে জনের মুখে এই সরাসরি ইঙ্গিত, অক্ষয়ের সঙ্গে আলাপ এবং রোহিত ধাওয়ানের সক্রিয় যোগাযোগ—সব মিলিয়ে একটাই জল্পনা ঘিরে ধরেছে বলিপাড়া: ‘গরম মসালা ২’ নাকি ‘দেশি বয়জ ২’, কোনটা আগে আসছে?’
জন-কে যতটা আশাবাদী শোনা গেল, তাতে মনে হচ্ছে বলিউডের এই ব্লকবাস্টার জুটির কামব্যাক শুধুই সময়ের অপেক্ষা!
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! অর্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!